রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

বদলে গেছে ভালুকা ভূমি অফিস

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভূমি বিষয়ক যে কোনো কাজ মানেই দালালের দৌরাত্ম্য। দিনের পর দিন হয়রানি। কর্মচারিদের অবজ্ঞা, বাড়তি খরচ, টেবিল থেকে টেবিলে ঘোরাঘুরি। সম্প্রতি পাল্টে গেছে ভালুকা উপজেলা ভূমি অফিসের চিত্র।  সরেজমিনে দেখা যায়, ভিতরে-বাইরে পরিপাটি করে সাজানো উপজেলা ভূমি অফিস। ভবনের বাইরে নানা প্রজাতির ফুল-ফল ও সৌন্দর্যবর্ধক গাছ। রয়েছে সেবাপ্রার্থীদের বিশ্রামের জায়গা। কার্যালয় চত্বরেই বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টাঙানো। তাতে ভূমিবিষয়ক জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান। কার্যালয়ের সামনেই  হেল্প ডেস্ক। দুজন কর্মচারী সেবাপ্রার্থীদের সহযোগিতা করেন। জমি খারিজের জন্য আসা স্বপ্না আক্তার বলেন, ‘এত তাড়াতাড়ি কোনো প্রকার ঘুষ ছাড়াই জমির খারিজ হয় আমি কল্পনাও করিনি।’ সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা জানান, ‘নামজারি ও বিবিধ মামলার শুনানির তারিখ বাদী ও বিবাদীকে মুঠোফোনে এসএমএস মাধ্যমে জানিয়ে ক্যালেন্ডারমাফিক নির্ধারিত সময়ের মাঝে সেবা প্রদান করছি। বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান স্যারের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় চ্যালেঞ্জ ও সাহস নিয়ে কাজ করতে পারছি। জেলা প্রশাসক ও ইউএনও স্যার আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেন। গত ২ এপ্রিল রোমেন শর্মা যোগদান করেন।

সর্বশেষ খবর