রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা
মুখোমুখি সংঘর্ষ

ফেটেছে লঞ্চের তলা ডুবে গেছে বাল্কহেড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফেটেছে লঞ্চের তলা ডুবে গেছে বাল্কহেড

ডুবে যাওয়া বাল্কহেড

হিজলা উপজেলার মিয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেড-লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ সময় তলা ফেটে যায় এমভি যুবরাজ-৭ নামের যাত্রীবাহী লঞ্চটির। ডুবে গেঝে ক্লিংকার বোঝাই বাল্কহেডটি। গতকাল এ দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডের কারও প্রাণহানি ঘটেনি। ক্ষতিগ্রস্ত লঞ্চের ৩০০ যাত্রীও নিরাপদে আছেন। বরিশালের নদী বন্দর কর্মকর্তা আজমল হদা মিঠু জানান, এমভি যুবরাজ-৭ লঞ্চটি পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। শুক্রবার রাত ১২টার দিকে ঝড়ের সময় মেঘনা নদীর মিয়ার চর সংলগ্ন ডুবোচরে আটকে যায় লঞ্চটি। শনিবার সকাল ১০টার দিকে একই কোম্পানির এমভি প্রিন্স অব আওলাদ-৪ নামে একটি লঞ্চ আটকে যাওয়া লঞ্চটি টেনে নামায়। এরপর সেটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। এর কিছুক্ষণের মধ্যে ক্লিংকার বোঝাই বাল্কহেডের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সর্বশেষ খবর