শিরোনাম
সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

হাজার শতক জমির মালিক কনস্টেবল

দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা সাবেক পুলিশ কনস্টেবল আলাউদ্দিন ঢালী ৩৩ বছর চাকরি জীবনে ৯ দশমিক ৮২ একর (৯৮২ শতাংশ) জমি কিনেছেন। ঢাকায় তার রয়েছে বিলাসবহুল ফ্লাট। এ বাবদ তিনি ব্যয় করেছেন ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকা। অথচ পুরো চাকরি জীবনে এবং পারিবারিক বিভিন্ন উৎস থেকে তার বৈধ আয় ছিল ৪৪ লাখ ১৫ হাজার ৮০ টাকা। ওই আয় দিয়ে পারিবারিক, শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটানোর পর বিপুল পরিমাণ জমি এবং ফ্ল্যাট কেনার উৎস নিয়ে বিস্মিত সংশ্লিষ্টরা। দুদক অনুসন্ধানে আলাউদ্দিন আলীর আয়বহির্ভূত ২৫ লাখ ৩৩ হাজার ৯৪ হাজার ৪২৯ টাকার সম্পদের সন্ধান পেয়েছে।  এ অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দিয়েছেন বরিশাল দুদকের উপ-সহকারী পরিচালক আল আমিন। আলাউদ্দিন মুলাদী উপজেলার তেরচর গ্রামের আব্দুল মজিদের ছেলে। বর্তমানে তিনি ঢাকার রাজারবাগ আউটার সার্কুলার রোডে বাস করেন। তিনি ১৯৮০ সালে পুলিশের কনস্টেবলে যোগ দিয়ে ২০১৩ সালে নায়েক পদ থেকে অবসরে যান।

সর্বশেষ খবর