সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অতিরিক্ত জরিমানা ও বিভিন্ন বাড়তি ফি আদায়ের প্রতিবাদে তৃতীয় দিনের মতো গতকালও আন্দোলনে নামেন গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা জানান, হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছে, কোনো শিক্ষার্থী ৮০ ভাগের নিচে ক্লাসে যদি উপস্থিত থাকেন তাহলে তাকে জরিমানা দিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হবে।

শ্রেণিকক্ষে ৭০-৭৯ ভাগ উপস্থিতি থাকলে ২ হাজার এবং ৬০-৬৯ ভাগ উপস্থিতি থাকলে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

সর্বশেষ খবর