মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

খেলা নিয়ে বিরোধ গুলিতে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে খোকন মিয়া (৪৩) নামে এক ব্যক্তি নিহত এবং তার চাচাতো ভাই আফজাল হোসেন (২০) আহত হয়েছেন। কিশোরগঞ্জের নিকলীতে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত আফজালকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে। নিহত খোকন মিয়া ভাটি ভরাটিয়া সিরাজপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে এবং আহত আফজাল একই গ্রামের আরজু মিয়ার ছেলে। পুলিশ খোকনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটি ভরাটিয়া মুন্সিপাড়া গ্রামের তাহের আলী ও তার চাচাতো ভাই সিরাজপাড়ার খোকনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মোকদ্দমা চলে আসছে। রবিবার ইফতারের আগে পার্শ্ববর্তী মাঠে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে খোকনের ছেলে আপন (১৪) ও জীবনের (১৬) সঙ্গে ফুয়াদ মিয়ার ছেলে দিদারের (১৬) ঝগড়া হয়। দিদার বাড়িতে খবর দিলে তাহেরের লোকজন গিয়ে আপন ও জীবনকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে খোকন ও তার চাচাতো ভাই আফজালসহ কয়েকজন তাদের ছাড়িয়ে আনতে তাহেরের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাহেরের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এতে খোকন ও আফজাল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে খোকনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ আফজালকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পরিস্থিতির অবনতি রোধে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর