বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

স্বস্তির ঈদযাত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

চার লেনের কাজ ৯০ ভাগ শেষ, চালু হয়েছে তিনটি আন্ডারপাস

টাঙ্গাইল প্রতিনিধি

স্বস্তির ঈদযাত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের একাংশ - বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এবার ঈদযাত্রা স্বস্তির হবে। ঘরমুখো মানুষ কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন। মহাসড়কে চার লেনের ৯০ ভাগ কাজ শেষ হওয়ায় এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টিসহ ২৬ জেলার ৯২ রুটের যান চলাচল করে। ঈদ এলে যানবাহন বেড়ে যায় বহুগুণ। প্রতি ঈদেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষের। তবে আসন্ন ঈদুল ফিতরে এ মহাসড়কে যান চলাচল অনেকটা স্বস্তির হবে বলে মনে করা হচ্ছে। কারণ, মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার ফোর লেন কাজের প্রায় ৯০ ভাগ সমাপ্ত হয়েছে। অতিসম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মহাসড়কে তিনটি আন্ডারপাস উদ্বোধন করেছেন। এসব আন্ডারপাস ব্যবহারও করা হচ্ছে। মহাসড়কের দুই দিকে বর্ধিত কাজেরও প্রায় ৬০ ভাগ সমাপ্ত হয়েছে। তবে গোড়াই, কুন্ডর্নি, জামুর্কি, করটিয়া ও রাবনা বাইপাস এলাকায় ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণকাজ চলমান এবং মহাসড়কের কিছু স্থানে খানাখন্দ থাকায় যানজটের শঙ্কা কিছুটা হলেও রয়ে গেছে। যদিও আগামী দু-এক দিনের মধ্যে এসব সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তা ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুন্ডমার জানান, ‘মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবার ঈদে সাত শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।’ চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অমিত কুন্ডমার চক্রবর্তী জানান, ‘মহাসড়কের বর্তমান যে চিত্র তাতে ঈদে যানজটের আশঙ্কা নেই বললেই চলে। ছোটখাটো যে সমস্যা রয়েছে তাও দু-এক দিনের মধ্যে   দূর করা হবে।’

সর্বশেষ খবর