বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনে ১৫ বছর

বাগেরহাট প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে ১৫ বছর

ডুমুরিয়া পুলিশ ক্যাম্পের জরাজীর্ণ ভবন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঝুঁকিপূর্ণ ভবনে ১৫ বছর ধরে চলছে ডুমুরিয়ায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম। এই ক্যাম্পে এক কর্মকর্তাসহ ১১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আতঙ্কের মধ্যে প্রতিদিনের কাজ সম্পন্ন করছেন। আসছে বর্ষা মৌসুমে ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা শঙ্কায় রয়েছেন তারা। ডুমুরিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মাহাবুবুর রহমান জানান, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে ২০০৩ সালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবনে পুলিশ ক্যাম্পটি করা হয়। তখন থেকে ওই ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয়দের নিরাপত্তায় কাজ করে আসছেন। ১৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কের মধ্যে চলছে পুলিশ ক্যাম্পের কার্যক্রম। জরাজীর্ণ দ্বিতল এ ভবনের পিলারগুলো খয়ে গেছে। ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ছে। ক্যাম্প ভবনে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয়। চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, ২০০৩ সাল থেকে একজন এএসআই ও ১০ জন আনসার-ব্যাটালিয়ন সদস্য দিয়ে এ ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। বাগেরহাট সদর, ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীসহ চারটি থানার সীমান্তবর্তী স্থানে এ ক্যাম্প অবস্থিত। এ ক্যাম্পের অধীনে মোট জনসংখ্যা ২৬ হাজার ৯৪৫ জন। এটি একটি গুরুত্বপূর্ণ পুলিশ ক্যাম্প।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর