বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছেন ইউএনও

লালমনিরহাট প্রতিনিধি

বাড়ি বাড়ি গিয়ে কৃষকের ধান সংগ্রহ অভিযানে নেমেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান। উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত ভেটেশ্বর গ্রামে গিয়ে গতকাল তিনি সরাসরি কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহ করেন। এ সময় সাতজন কৃষক ধান নিয়ে এলেও কৃষি কার্ডে জমির পরিমাণ বেশি থাকায় তিনজনের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১২ মণ করে ধান কেনেন তিনি। উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায়, আদিতমারীর ৭০০ কৃষকের কাছ থেকে ৩৫৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। দলীয় নেতা-কর্মীদের চাপ থাকায় ইউএনওর উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। ইউএনও জানান, যেসব কৃষকের ৫০ শতাংশের নিচে জমি রয়েছে শুধু তাদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হবে।

সর্বশেষ খবর