বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

৪ মাসেও শেষ হয়নি ১০ দিনের তদন্ত

নিজস্ব প্রতিবেদক

চার মাসেও শেষ হয়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশিত ১০ কার্যদিবসের তদন্ত। দীর্ঘ সময় তদন্ত চলার অজুহাতে অভিযুক্ত শিক্ষক চালিয়ে যাচ্ছেন কোচিংবাণিজ্য। ঘটনাটি গাজীপুরের কাপাসিয়া উপজেলার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি কাপাসিয়ার ঈদগাঁহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইস্তাকবালুল ইসলামের বিরুদ্ধে কোচিং-বাণিজ্যের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় সংশ্লিষ্ট বিভাগ। ১০ কার্যদিবসের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। গাজীপুর শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, ‘কাজের চাপ থাকায় কাপাসিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিব হাসানকে তদন্তের দায়িত্ব দিয়েছিলাম।’ রাকিব হাসান বলেন, ‘আমি ট্রেনিংয়ে। অফিসে ফিরে খোঁজ নেব।’ অভিযুক্ত শিক্ষক বলেন, ‘সরকারি বিধির বাইরে আমি কোচিং করাই না।’

সর্বশেষ খবর