শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

কুশিয়ারার ভাঙনে বিলীন পাকাসড়ক

সুনামগঞ্জ প্রতিনিধি

কুশিয়ারার ভাঙনে বিলীন পাকাসড়ক

দিরাই উপজেলার আকিলশাহ বাজারসংলগ্ন এলাকায় কুশিয়ারা নদীর ভাঙনে নবনির্মিত পাকা সড়কের প্রায় ১০০ মিটার বিলীন হয়ে গেছে। সড়কের পাশাপাশি ঘরবাড়ি ও ধানী জমিও ভাঙনের মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ব্লক বসিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও কাজ হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, ব্লক বাসানোর পাশাপাশি নদী শাসন না করলে ভাঙন ঠেকানো কঠিন হবে। জানা যায়, আকিলশাহ বাজার থেকে বোয়ালিয়া খেয়াঘাট পর্যন্ত  ১ হাজার ২০০ মিটার সড়ক ২০১৬ সালে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে পাককরণের উদ্যোগ নেয় দিরাই উপজেলা প্রকৌশলীর কার্যালয়। স্থানীয়রা জানান, সড়কটির যখন এলাইনমেন্ট করা হয় তখন থেকেই সড়ক সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়। এমন অবস্থায়ও স্থান পরিবর্তন না করে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। পাকাকরণের কাজ শুরুর পর নদী ভাঙন আরো  তীব্র আকার ধারণ করলে ২০১৬ সালের ৭ জুন বিষয়টি সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানান ঠিকাদার। নবনির্মিত রাস্তার চারটি স্ল্যাভ নদীগর্ভে বিলীন হওয়ার কথা ওই চিঠিতে উল্লেখ করেন তিনি। ক্ষয়ক্ষতি ঠেকাতে রাস্তাটির সংশোধিত ডিজাইন ও প্রাক্কলন তৈরি করার জন্য অনুরোধ করা হয় স্থানীয় সরকার বিভাগকে। কিন্তু তার দেওয়া চিঠি এই টেবিল থেকে ওই টেবিলে চালাচালি হলেও শেষ পর্যন্ত ভাঙনকবলিত এলাকায় কাজ চালিয়ে যাওয়ার জন্য বলা হয়। সড়ক সংলগ্ন উত্তর সুড়িয়ারপাড় গ্রামের বাসিন্দা নূর হোসেন বলেন, ভাঙনকবলিত এলাকায় রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়ায় সরকারের টাকা নদীর পানিতে ভেসে গেছে।  সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, কাজ শুরুর পর নদী ভাঙন দেখা দিলে আমরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করি। এই দায়িত্ব তাদের। এখন সেখানে প্রতিরক্ষামূলক কাজ করছে পাউবো।

সর্বশেষ খবর