শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

খুশির ঈদে শঙ্কায় লিচু ব্যবসায়ীরা

৬ দিন পণ্য পরিবহন বন্ধ

পাবনা প্রতিনিধি

খুশির ঈদে শঙ্কায় লিচু ব্যবসায়ীরা

পাবনায় বাগানে লিচুর পরিচর্যায় ব্যবসায়ীরা

দূর-দূরান্তের পাইকার আর বেপারীদের আনাগোনায় এখন সরগরম পাবনার লিচু বাগান। ফলন ভালো হয়েছে, মিলছে ভালো দামও। কৃষিবিভাগ বলছে, এবার লিচুর উৎপাদন ছাড়াবে অতীত সব রেকর্ড। তবে ঈদ উপলক্ষে মহাসড়কে ছয় দিন পণ্য পরিবহন বন্ধের ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন বাগানমালিক ও ব্যবসায়ীরা। পাবনার ঈশ^রদীর লিচু ব্যবসায়ী সোলায়মান জানান, ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়ে তিনটি বাগানে তিনশ লিচু গাছ কিনেছি। বাজার ভালো হলেও এখনো বিনিয়োগের টাকা ওঠেনি। ফল এখন পাকা। এ অবস্থায় ঈদে ছয়দিন গাড়ি বন্ধ থাকলে পথে বসার উপক্রম হবে। এমন দুশ্চিন্তায় রয়েছেন সদর উপজেলার আবু তোরাব, জাহেদ, বাচ্চুসহ এ অঞ্চলের বাগানমালিক, পাইকার ও ব্যবসায়ীরা। পচনশীল পণ্যটি পরিবহনে সরকারের বিশেষ অনুমোদন চান তারা। পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম জানান, লিচু ব্যবসায়ীদের সমস্যাটি প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সর্বশেষ খবর