শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

ছুটির ফাঁদে বেনাপোল

বেনাপোল প্রতিনিধি

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন ছুটির ফাঁদে পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। তবে মাঝে দুইদিন আমদানি-রফতানি চলবে ভারত-বাংলাদেশের মধ্যে। দীর্ঘ এ ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমান্তের দুই পাশের ট্রাকজট এ সময়ে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দীন শিমুল জানান, ৩০ মে বিকাল থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও বেনাপোল কাস্টমস এক পত্রের মাধ্যমে ৩১ মে পর্যন্ত বর্ধিত করেছে। ফলে শুক্রবার বেনাপোল কাস্টমস ও বন্দর খোলা থাকবে। ১ জুন থেকে টানা ৮ দিন বন্ধ থাকবে এই স্থলবন্দর। ১ জুন সাপ্তাহিক, ২ জুন শবে কদরের ছুটি, ৩ জুন অফিস খোলা থাকলেও তেমন কাজ হবে না। ৪, ৫ ও ৬ জুন ঈদের আর ৭ ও ৮ জুন সাপ্তাহিক ছুটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর