শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

১০ দিনেও উদঘাটন হয়নি রহস্য

সাংবাদিক ফাগুন হত্যা

শেরপুর প্রতিনিধি

তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন (২১) হত্যার ১০ দিন পরও উদঘাটন হয়নি রহস্য। পাওয়া যায়নি ফাগুনের সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ। এ নিয়ে সচেতন মহলে অসন্তোষ বাড়ছে। তারা রেলওয়ে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে ফাগুন হত্যার প্রতিবাদে গতকালও বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে শরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম আধার, এসএম শহীদুল ইসলাম, মেরাজ উদ্দিন প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র ও রেলমন্ত্রী বরাবর পৃথক স্মারকলিপি তুলে দেন সাংবাদিক নেতারা। মামলা তদন্ত কর্মকর্তা এসআই রকিবুল হক বলেন, ফাগুন হত্যার রহস্য উদঘাটন ও তার ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ উদ্ধারের অভিযান চলছে। উল্লেখ্য, গত ২১ মে ঢাকা থেকে ট্রেনে জামালপুর ফিরছিলেন ফাগুন। ওই দিন রাতেই জামালপুরের নান্দিনার রানাগাছা এলাকায় রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২৫ মে ফাগুনের বাবা জিআরপি থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর