শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা
বিনা বিচারে কারাভোগ

সেই আজাহার পেলেন চার্জার ভ্যান

দিনাজপুর প্রতিনিধি

২০ বছর বিনা বিচারে কারাভোগের পর ছাড়া পাওয়া আজাহার আলী রাজার পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সমাজসেবা কার্যালয়। এ লক্ষ্যে তাকে দেওয়া হয়েছে একটি চার্জার ভ্যান। জেলা প্রশাসক মাহমুদুল আলম গতকাল ব্যাটারিচালিত ভ্যান ও কিছু নগদ অর্থ রাজার হাতে তুলে দেন। এ সময় বজলুর রশিদ, জয়নুল আবেদীন, স্টিফেন মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজা বলেন, ২০ বছর জেলে থাকার কারণে তিনি আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে এখন তিনি জীবিকা নির্বাহ করতে পারবেন। উল্লেখ্য, ১৯৯৮ সালে শ্বশুর আব্দুর জব্বারকে খুনের অপরাধে ২০০৫ সালে আজাহারকে মৃত্যুদ- দেয় নিম্ন আদালত। উচ্চ আদালতে তার করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে ২০১০ সালে হাইকোর্টের রায়ে খালাস পান তিনি। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হতে ৮ বছর সময় পেরিয়ে যায়।  অবশেষে ২০১৮ সালের ২৩ মে তাকে মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ খবর