রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রতি হাত রাস্তা হাঁটতে ২ টাকা

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দরের ২০ হাত রাস্তা হেটে যাওয়ার জন্য ভারত গমনকারী পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় ৪৫ টাকা। সে হিসাবে প্রতিহাত সড়ক হাটার মূল্য দাঁড়ায় দুই দশমিক ২৫ টাকা।

জানা যায়, এ ২০ হাত রাস্তা পারাপারে বন্দর কর্তৃপক্ষের নির্দেশ আছে পাসপোর্ট যাত্রীপ্রতি ৪১ টাকা ৭৫ পয়সা আদায়ের। খুচরা নেই অজুহাত দেখিয়ে সংশ্লিষ্টরা আদায় করছে ৪৫ থেকে ৫০ টাকা। এর সঙ্গে সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে উৎকোচ দাবি করছে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এ নিয়ে প্রতিদিনই কোনো না কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। সম্প্রতি ঘুষ বাণিজ্যের প্রতিবাদ করায় লাঞ্ছনার শিকার হয়েছেন দুই সংবাদ কর্মী। ঢাকা থেকে আসা পাসপোর্টযাত্রী সরোয়ার হোসেন বলেন, ‘আমাদের ২০ হাত রাস্তা হেটে বেনাপোল স্থলবন্দরকে ৪৫ টাকা টার্মিনাল চার্জ দিতে হয়। কেন বেনাপোল বন্দরকে সরকারি ৫০০ টাকা ভ্রমণ ট্যাক্স বাদে ৪৫ টাকা দেব-এর কারণ খুঁজে পাই না।’ এ সব বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির বলেন, ‘আমরা পাসপোর্টযাত্রীদের তল্লাশি বা হয়রানিমূলক কোনো কাজ করি না। পাসপোর্টযাত্রীরা বন্দরের এ ভবন ব্যবহারের বিনিময়ে আমরা ৪১ টাকা ৭৫ পয়সা চার্জ নিয়ে থাকি। এই টাকার বেশি আমরা কোনো টাকা নেই না। আমরা তাদের জন্য বিশ্রামের জায়গা, বাথরুমের ব্যবস্থা ও সুপেয় পানি দিয়ে থাকি। যদিও যাত্রীদের অভিযোগ এ সব সুবিধার কোনোটাই বেনাপোল বন্দরে যথাযথভাবে পাওয়া যায় না।

সর্বশেষ খবর