রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

প্রতিদিন ডেস্ক

ঈদ-পরবর্তী ঢাকাগামী পরিবহনগুলোতে টিকিটের অতিরিক্ত মূল্য রাখা এবং কাউন্টারে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪ পরিবহন কোম্পানিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের সাতমাথা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) তাজ উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এদিকে অভিযানের প্রতিবাদ জানিয়ে কাউন্টারগুলো বন্ধ রাখে মোটর শ্রমিক ও কর্মচারীরা। এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরি এবং খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া ও টোল আদায়ের দায়ে দুজনকে পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হালদারের নেতৃত্বে গতকাল দুপুরে এই অভিয়ান পরিচালিত হয়।

সর্বশেষ খবর