সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ায় প্রসূতি নাটোরে স্কুলছাত্রের মৃত্যু

ভুল চিকিৎসার অভিযোগ

প্রতিদিন ডেস্ক

চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ায় প্রসূতি নাটোরে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। চাঁদপুরের শাহরাস্তিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা নেয়। শনিবার রাতে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার পপুলার হাসপাতালে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের (২৫) মৃত্যু হয়। তিনি শাহরাস্তি পৌর এলাকার সেনগাঁও টুকুর বাপের বাড়ির আবদুল বারেকের পুত্র মো. হোসেনের স্ত্রী। গৃহবধূর  মৃত্যুর  সংবাদ এলাকায় পৌঁছলে স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুর করার চেষ্টা করে। সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় পারভীন বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় পৌরশহরের মুন্সেফপাড়া মহল্লার ‘খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। পারভীন সদর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। নাটোরের বড়াইগ্রামে গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় টুটুল বেপারী (৮) নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। একই সময়ের ভুল চিকিৎসায় টুটুলের বড় ভাই চতুর্থ শ্রেণীর স্কুলছাত্র হৃদয় বেপারী (১১) আশঙ্কাজনক অবস্থায় উপজেলার বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা উভয়ে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামের টুকু বেপারীর ছেলে ও ভবানীপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

সর্বশেষ খবর