সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বেতন-বোনাস নিয়ে শঙ্কায় মাদ্রাসা শিক্ষকরা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২৯টি মাদ্রাসার ৮০০ শিক্ষক-কর্মচারী ঈদুল ফিতরের আগে বেতন-বোনাসের চেক পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক নেতাদের অভিযোগ অর্থ মন্ত্রণালয় থেকে বেতন বোনাস ছাড় হলেও ব্যাংক কর্তৃপক্ষ বেতন না ছাড়ায় ঈদুল ফিতরের আগে টাকা হাতে না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অথচ ঈদুল ফিতরের আগে সোমবার মাত্র এক কর্মদিবস রয়েছে। এখনো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা। উপজেলার মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে আমরা উপজেলার এমপিওভুক্ত ২৯টি মাদ্রাসার বেতন ও বোনাসের কপি জমা দিতে জনতা ব্যাংক কোম্পানীগঞ্জ শাখায় যাই। তখন শাখা ব্যবস্থাপক আবদুল লতিফ আমাদের কাগজ জমা না নিয়ে উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। আশপাশের উপজেলার মাদ্রাসার শিক্ষকরা বেতন বোনাস পেয়ে গেলেও রহস্যজনক কারণে আমরা পাচ্ছি না। ব্যাংক কর্মকর্তাদের উদাসীনতার কারণে ভোগান্তিতে পড়ে ঈদ আনন্দ ম্লান হতে চলছে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের।

 

সর্বশেষ খবর