সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

৪৯৫ জনকে জরিমানা কারাদন্ড ১১

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় রমজানজুড়ে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রমজানের আগে থেকেই খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী অভিযান পরিচালনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও ইফতার নিশ্চিতকরণ, যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুধে ভেজাল নিরসনে অভিযান পরিচালনাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিনষ্ট করেছেন। এ ছাড়াও দ্রব্যমূল্য মনিটরিংয়ে বাজারে মাংসের দাম ও মান নিশ্চিতকরণ, রাসায়নিক দ্রব্যে ফল পাকানো বন্ধকরণ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুরোধে বাজার হতে হাই কোর্ট নির্দেশিত ৫২টি পণ্যের প্রত্যাহার ও বিক্রয় বন্ধ নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভেজালবিরোধী অভিযানে নকল ট্যাং ও ভেজাল গুড় তৈরির কারখানার মালামাল জব্দ করার পাশাপাশি প্রচুর পচা খেজুর ধ্বংস করা হয়। ইফতার বাজার মনিটরিংয়ে পোড়া তেলে ইফতার ভাজা, খাবারে কাপড়ের রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও বিক্রিকে কঠোরহস্তে নিয়ন্ত্রণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের কারণে বর্তমানে প্রায় প্রতিটি ইফতারের দোকানে হ্যান্ড গ্লাভস ও হেড কাভার পরিহিত অবস্থায় ইফতার তৈরি ও বিক্রয় চলছে। মাসজুড়ে চলমান ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে গত ৩১ মে পর্যন্ত ৪৯৫ জনকে ২১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন আইনে ১১ জনকে কারাদ  দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর