সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

৯ লাখ ইয়াবা রেখে পাচারকারীদের নদীতে ঝাঁপ

টেকনাফ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ৯ লাখ ইয়াবা রেখেই নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেছে পাচারকারীরা। বিজিবি এই পাচারকারীদের ধরার জন্য অভিযান চালায়। পরে বিজিবি পাচারকারীদের নৌকা থেকে ৯ লাখ ৬২ হাজার পিস  ইয়াবা  উদ্ধার  করেছে।

গত শনিবার রাতে টকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া নাফনদী এলাকায় এ অভিযান চালায় বিজিবি। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) গতকাল সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি টহলদল নৌকা নিয়ে নাফনদীতে অভিযানে নামে। এ সময় ইয়াবা পাচারকারীরা একটি হস্তচালিত নৌকা নিয়ে মিয়ানমার থেকে নাফনদী পার হয়ে জাদিমোড়া বরাবর বিআর-এম-৯এর নিকটবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসছিল। টহলদল তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা গুলিবর্ষণ করে। এ সময় পাল্টা গুলিবর্ষণ করলে পাচারকারীরা ইয়াবা রেখেই নৌকা থেকে নাফনদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। নদীতে জোয়ার থাকায় অনেক খোঁজাখুঁজির পরও পাচারকারীদের পাওয়া যায়নি। পরে টহলদল নৌকাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২৮ কোটি ৮৬ লাখ টাকার মূল্য মানের ৯ লাখ ৬২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

 

সর্বশেষ খবর