সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় জয়শ্রী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিহাব (১১) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনায় মুন্না (১১) নামে আরেক শিশু মারাত্মক আহত হয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাপের কামড়ে আরিফুর রহমান রনি (১৯) নামে পলিটেকনিকের এক ছাত্রের মৃত্যু হয়েছে। রনি পাকুন্দিয়া পৌর এলাকার টান শ্রীরামদী গ্রামের রিপন মিয়ার ছেলে এবং করিমগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। -কিশোরগঞ্জ প্রতিনিধি

জাল নোটসহ বৃদ্ধ আটক

বাগেরহাটের শরণখোলায় পাঁচ হাজার টাকার জাল নোটসহ মহিদুর রহমান (৬২) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার থেকে তাকে আটক করা হয়। -বাগেরহাট প্রতিনিধি

হালুয়াঘাটে জিয়ার শাহাদাতবার্ষিকী

ময়মনসিংহের হালুয়াঘাটে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার মেঘশিমূল এগ্রো ফিশারিজ প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান              ওমর রুবেল।

-হালুয়াঘাট প্রতিনিধি

ইয়াবাসহ আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার টিএন্ডটি মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আল আমিন ও কুষ্টিয়ার দৌলতপুরের তরিকুল ইসলাম। চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির জানান, আটকরা ইয়াবার ডিলার। -চাঁদপুর  প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নাসিরনগর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছোরাসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টঙ্গীতে মাদক ব্যবসা, অসামাজিক কাজে বাধা দেওয়া ঘটনায় দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার দাবিতে গতকাল এরশাদনগরে মানববন্ধন হয়েছে। উপস্থিত ছিলেন কাউন্সিরল মো. ফারুক আহমেদ, টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. কাজী মন্জু, আকরাম হোসেন, বাবুল, আনোয়ার, রেহেনা, জুলেখা প্রমুখ। -টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর