সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বজ্রাঘাতে ছয়জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

বজ্রাঘাতে ছয়জনের মৃত্যু

দেশের চার জেলায় বজ্রাঘাতে নারী ও শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় তিন জন এবং নড়াইল, জয়পুরহাট ও পঞ্চগড়ে এক জন করে মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে। নওগাঁ : সাপাহার, পোরশা ও মহাদেবপুর উপজেলায় শিশুসহ তিনজন মারা গেছে। সাপাহার থানার ওসি জানান, সাপাহারের কলমুডাঙ্গা এলাকার একটি মাঠে ধান কাটার সময় চুটু (৫০) নামে এক ব্যক্তি বজ্রাঘাতে মারা যান। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তিনি ধান কাটার কাজে নওগাঁয় এসেছিলেন। পোরশা থানার ওসি জানান, দুপুরে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস আলীর (৪৫) বজ্রাঘাতে মৃত্যু হয়। মহাদেবপুর থানার ওসি জানান, উপজেলার বাখরাবাদে বাড়ির বারান্দায় বসে খেলছিল নাদির নামে ১২ বছরের এক শিশু। এ সময় বজ্রাঘাতে মারা যায় সে।  নড়াইল : নড়াইলে বজ্রাঘাতে কুলসুম বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত কুলসুম ডুমুরতলা গ্রামের আলম মোল্যার স্ত্রী। জয়পুরহাট : বজ্রাঘাতে হাফিজুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের নাহিদ হোসেন নামে আরও এক কৃষকও বজ্রাঘাতে আহত হন। পঞ্চগড় : পঞ্চগড়ে বজ্রাঘাতে আশরাফুল ইসলাম (২৮) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও  দুজন। সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (২৬) ও  ময়জুদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৬)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর