মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় বিতরণে অনিয়ম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগরে ভিজিএফ’র চাল বিতরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি কয়েকজন কার্ডধারী এই অভিযোগ করেন। জানা যায়, উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের প্রত্যেককে ১৫ কেজি চাল দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু কর্তৃপক্ষ প্রতিজনকে ১০ থেকে ১১ কেজি করে চাল দিচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  স্থানীয় সূত্র জানায়, চর ইসলামপুর ইউনিয়নে ৪ শতাধিক লোকের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। গত রবিবার থেকে চাল বিতরণ শুরু হলে চাল কম দেওয়ায় লোকজন হৈ-চৈ শুরু করেন। এ সময় ইউপি চেয়ারম্যান দানা মিয়া ও স্থানীয় ইউপি সদস্য কার্ডধারীদের শাসিয়ে থামিয়ে দেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে পরবর্তীতে তাদের চাল দেওয়া হবে না বলেও হুমকি দেন। চরইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আলী আহমেদ জানান, লোকসংখ্যা কম থাকলে ২০ কেজি আর বেশি থাকলে ১০ কেজি করে বিতরণ করি। ইউপি চেয়ারম্যান দানা মিয়া জানান, ১৫ কেজি করে চাল দিয়েছি।

 

সর্বশেষ খবর