মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় পুলিশের গাড়ি চাপায় তিন পোশাক কর্মী নিহত

ধামরাইয়ে বাসের ধাক্কায় আরও চার প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় পুলিশের গাড়ি চাপায় তিন পোশাক কর্মী নিহত হয়েছেন। ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন চার পিকআপ ভ্যান যাত্রী। গাজীপুরে ট্রাক-অটো সংঘর্ষে মারা গেছেন একজন। আহত হয়েছেন পাঁচজন। ফেনী পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামানকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা গার্মেন্ট কর্মীদের চাপা দিলে তিন নারী শ্রমিক নিহত এবং আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চান্দুল এলাকার ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই কারখানার শ্রমিক ছিলেন। তবে ওই অতিরিক্ত পুলিশ সুপারসহ তার সাথে থাকা অন্যরা সামান্য আহত হন। নিহতরা হলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার, সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার ও কাজল বেগম।  ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরে ওভারটেক করার সময় বাসের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে পড়ে চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজবাড়ি সদরের কাচন্দ্র গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম ও মাগুরা সদরের মাধবপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে নিহত মেহেদীর মামা আব্দুল মোতালেবকে কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে ট্রাক- অটো সংঘর্ষে নিহত ১, আহত ৫ : গাজীপুর মহানগরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছেন। নিহত সিএনজির আরোহীর নাম জানা যায়নি, তবে আহত অপর ৫জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

সর্বশেষ খবর