রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

গাজীপুরে সরবরাহ লাইন দিয়ে বেরোচ্ছে গ্যাস

দুর্ঘটনার আশঙ্কা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সরবরাহ লাইন দিয়ে বেরোচ্ছে গ্যাস

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় তিতাসের সরবরাহ লাইনের একাধিক ছিদ্রপথে স্বশব্দে গ্যাস বেরোচ্ছে। একাধিকবার ওই গ্যাসে ছোটখাটো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ তাতে কোনো পদক্ষেপ নেয়নি। তিতাসের স্থানীয় অফিসে একাধিকবার অভিযোগ দিলেও তা মেরামত না করায় আবারো বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় ব্যবসায়ী মো. আইনুল হক জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া একটি জনবহুল এলাকা। এখানে ছোট-বড় অসংখ্য কল-কারখানা রয়েছে। স্থানীয় বাসিন্দাসহ কল-কারখানার লাখ লাখ লোক বসবাস করে মহানগরীর ভোগড়া মধ্যপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে প্যাগাসাস জুতা কারখানার পশ্চিম পাশ থেকে প্রায় এক কিলোমিটার এলাকার তিতাস গ্যাসের সরবরাহ লাইনটির স্থানে স্থানে ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছে। এসব ছিদ্রপথে বের হওয়া গ্যাসে একাধিকবার অগ্নিকাে র ঘটনা ঘটছে। এতে ওই ছিদ্রপথে এলাকার পানি ঢুকে পাইপলাইনে গ্যাসের চাপ কমে গিয়ে এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। ফলে এলাকাবাসী রান্নার গ্যাস সংকটে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এসব ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করলেও তার কোনো ফল মেলেনি। সম্প্রতি ভোগড়া মধ্যপাড়া এলাকায় ভোগড়া বাজার-চৌধুরীবাড়ি সড়কের পাশে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ড্রেনেজের কাজ করতে গিয়ে ভোগড়া জামে মসজিদের পাশে তিতাসের সরবরাহ লাইনে বড় মাপের ছিদ্র হয়ে যায়। এতে সবেগে পানি ঠেলে তিতাস গ্যাস বের হচ্ছে। ওই পথে স্থানীয় কল-কারখানার হাজার হাজার শ্রমিকসহ স্থানীয়রা চলাচল করে থাকে। এতে যে কোনো সময় ওইসব লোকজন দুর্ঘটনার শিকার হতে পারেন। সর্বশেষ শনিবার তিতাসের অফিসে ফোনে ঘটনাটি জানানো হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কার্যালয়, গাজীপুরের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব সাংবাদিকদের জানান, যথাসময়ে তাদের লোক ঘটনাস্থলে গিয়ে লাইন সারাই করে দেবে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিতাসের কোনো লোকজন ঘটনাস্থলে পৌঁছেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম রবু।

সর্বশেষ খবর