রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ভাঙ্গায় রমরমা ক্রিকেট জুয়া

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের হরিপদ মালোর ছেলে উদ্ভব মালো (৩৫)। মাছ ধরে ও বিক্রি করে সংসার চালাতো তার। গত এপ্রিল মাসে নিজ বাড়ি থেকে উদ্ভবের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার ও এলাকাবাসী উদ্ভবের মৃত্যুর কারণ হিসাবে ক্রিকেট জুয়াকে শনাক্ত করেন। এলাকাবাসী জানান, উদ্ভব ক্রিকেট জুয়ায় আসক্ত ছিল। এ কারণে অনেক টাকা ঋণ হয়ে পড়েছিল সে। ঋণের চাপে উদ্ভব আত্মহত্যা করেছে। উদ্ভবের মৃত্যুর কিছুদিন পর ভাঙ্গা পৌর সভার নুরপুর মহল্লার শ্রিদাম ম-লের ছেলে সুশান্তের (২০) মরদেহ গত ২৫ মে বাড়ির পাশে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রংয়ের দোকানের কর্মচারী সুশান্তর মৃত্যুর কারণ হিসাবেও ক্রিকেট জুয়ার বিষয়টিই আলোচনায় আসছে। শুধু উদ্ভব আর সুশান্তই নয়, বর্তমানে ভাঙ্গায় ক্রিকেট জুয়া সামাজিক ব্যাধি হিসাবে ছড়িয়ে পড়েছে। কিশোর থেকে বৃদ্ধ সবাই এই জুয়ায় আসক্ত হচ্ছে। ঋণগ্রস্ত হয়ে কেউ এলাকা ছাড়ছে, কেউ জমি বাড়ি বিক্রি করছে। মৃত্যুর পথও বেছে নিচ্ছে কেউ কেউ। মুনসুরাবাদ বাজারের ব্যবসায়ী আবু নাইম জানান, তার এলাকায় ক্রিকেট জুয়া মাদকের মতো ছড়িয়ে পড়েছে। মাধবপুর গ্রামের বাসিন্দা কাজী কাওছার জানান, তার এলাকারও অন্যতম সমস্যা ক্রিকেট জুয়া। ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডের চা দোকানি নুরুল হক জানান, ভাঙ্গা পৌর এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ক্রিকেট জুয়া। আজিমনগর গ্রামের বাসিন্দা ও কলেজশিক্ষক মওলাদাদ হোসেন বলেন, ‘ক্রিকেট জুয়া থেকে রক্ষা পেতে হলে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি দৃষ্টি রাখতে হবে।’

সর্বশেষ খবর