রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

হাটজুড়ে শুধুই কলা

নওগাঁ প্রতিনিধি

হাটজুড়ে শুধুই কলা

নওগাঁয় কলার হাট -বাংলাদেশ প্রতিদিন

সারি সারি কলার কাদি (ছড়া)। হাটজুড়ে কলা আর কলা। বিকিকিনিও চলছে সমান তালে। জমজমাট এ দৃশ্য নওগাঁর মান্দা উপজেলার সুতিহাট বাজারের। মান্দা ও মহাদেবপুর উপজেলা থেকে প্রতিদিন এ হাটে কলা নিয়ে আসেন চাষিরা। প্রতিদিন এখানে কলা বেচাকেনা চললেও সাপ্তাহিক হাট বসে মঙ্গলবার।

হাটের ইজারাদার কামাল হোসেন জানান, এ হাট থেকে কলা কিনে ব্যবসায়ী ও পাইকাররা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে নিয়ে যান। ২০-২২ বছর ধরে এখানে বসছে কলার হাট। স্থানীয়রা জানান, এই হাট থেকে সপ্তাহে ৪০-৫০ ট্রাক কলা ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সুতিহাট বাজার গরুহাট মাঠের খোলা জায়গায় বসে এ হাট। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় পাশের রাস্তার দুই পাশ ঘেঁষেও চলে কলা বেচাকেনা।ক্রেতা-বিক্রেতারা জানান, এ হাটে প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলা বেচাকেনা চলে। এখানে চিনি চম্পা, মানিক ও আনাজি কলা বেশি বিক্রি হয়। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, পাঁচ বছর ধরে সুতিহাট থেকে কলা কিনে নওগাঁ ও রাজশাহীতে বিক্রি করছেন তিনি। গাইবান্ধা ও বগুড়ার তুলনায় এ অঞ্চলের কলার চাহিদা বেশি। এদিকে সুতিহাট বাজারে জায়গা সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর