রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ভিজিএফের ১৫০ মণ চাল জব্দ, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভিজিএফের ১৫০ মণ চাল জব্দ, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালোবাজারে পাচারকালে ভিজিএফের ১৫০ মণ চাল জব্দ করেছে পুলিশ। উপজেলার নূরপুর সড়ক বাজার এলাকা থেকে শুক্রবার রাতে এ চাল জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- আলাল উদ্দিন, মিজান মিয়া ও মাসুক মিয়া। আটক আলাল উদ্দিন বলেন, ‘এটি ভিজিএফের চাল। তবে আমরা এ চাল উপকারভোগীদের কাছ থেকে কিনেছি।’ নাসিরনগর থানার ওসি জানান, ট্রাকভর্তি ১৪৯ বস্তা (প্রায় ৬ হাজার কেজি) চালসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা সামিউল আলিম বলেন, গোকর্ণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুলের নামে ভিজিএফের ২৬ হাজার ২৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য অধিদফতরের সিলযুক্ত কোনো বস্তা পাওয়া যায়নি। চাল বিতরণে অনিয়ম হয়েছে কিনা ট্যাগ অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলতে পারবেন। ইউএনও সাইফুল কবির ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল অনিয়মের বিষয়ে কিছু জানতে পারিনি। স্থানীয় ইউপি সদস্য আলী জাহান মেম্বার বলেন, ‘আমি হতদরিদ্রদের ৯০টি নাম দিয়েছি। তারা ১৫ কেজির স্থলে ৭-৮ কেজি করে চাল পাওয়ার অভিযোগ করেছেন।’ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমেদ বলেন, ‘ভিজিএফের চাল চেয়ারম্যানদের কাছে পৌছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। বিতরণে অনিয়ম হলে ইউএনওর নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর