রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

অগ্নিদগ্ধ আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে সিলিন্ডারের আগুনে পুড়ে আহত আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার খাতুন শেলী (৪০) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। গত রবিবার ভোর রাতে শেলী রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের তৃতীয় স্ত্রী।

আব্দুর রাজ্জাক জানান, সিলিন্ডার বিস্ফোরণে শেলী অগ্নিদগ্ধ হয় এবং পরে হাসাপাতালে মৃত্যু হয়েছে। তবে পুলিশ শুক্রবার বিকালে ঘটনাস্থলে গিয়ে কেরোসিনের গন্ধযুক্ত আধপোড়া কয়েকটি কাপড়, অক্ষত অবস্থায় সিলিন্ডারসহ গ্যাসের চুলা জব্দ করে। বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, পুলিশ এই মৃত্যুকে রহস্যজনক হিসেবে দেখছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চালছে। শেলীর মৃত্যুর খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক।

সর্বশেষ খবর