সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের বর্ধিত সভা এক ঘণ্টা পর শুরু

কার্যালয়ে তালা

টাঙ্গাইল প্রতিনিধি

আওয়ামী লীগের বর্ধিত সভা এক ঘণ্টা পর শুরু

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ থাকায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। রবিবার সকাল ১০টায় এ বর্ধিত সভা আয়োজন করা হলেও বেলা ১১টা ১০ মিনিটে কার্যালয় খুলে দেওয়ার পর সভা শুরু হয়।

নির্ধারিত সময়ে সভায় অংশ নিতে ৯টা ৪৫ মিনিট থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করে। এসে কার্যালয়ে তালা দেখে সামনে দাঁড়িয়ে থাকেন তারা। বেলা ১১টায় কার্যালয়ে আসেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। এমপি এসেও কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, ‘সকালে কার্যালয়ে আসার পর দেখতে পাই দরজা তালাবদ্ধ। কে তালা দিয়েছে? কেন দিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারব না।’ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী বলেন, ‘সদর উপজেলার সাবেক সভাপতি অ্যাড. খোরশেদ আলমকে বর্ধিত সভায় না রাখায় এমন ঘটনা ঘটেছে।’ খোরশেদ আলম বলেন, ‘আমি কাউন্সিলের মাধ্যমে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি। আমাকে বাদ দেওয়া বা আমাকে ছাড়া বর্ধিত সভা করার এখতিয়ার কারও নেই।’ উল্লেখ্য, গত ১৯ মার্চ বর্ধিত সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সর্বশেষ খবর