সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

‘কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’

প্রতিদিন ডেস্ক

‘কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’

দেশের বিভিন্ন স্থানে গতকাল শুরু হয়েছে কৃষি শুমারি। প্রতিপাদ্য ছিল ‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’। ৯ থেকে ২০ জুন পর্যন্ত এ কৃষি শুমারি চলবে। রাজশাহী : কৃষি শুমারি-২০১৯ এর তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় এসএম আনিসুজ্জামান, আসিফ ইকবাল, শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসএম আনিসুজ্জামান জানান, কৃষি শুমারির মাধ্যমে কৃষি খানার আকার, জমির মালিকানা, ভূমির ব্যবহার, আবাদি জমির আয়তন, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। নেত্রকোনা : জেলায় কৃষি শুমারি উপলক্ষে র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি কৃষি শুমারি কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মঈনউল ইসলাম, শাহাবুদ্দিন সরকার, মোশাররফ হোসেন প্রমুখ। পঞ্চগড় : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি শুমারির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় গিয়াস উদ্দিন আহমেদ, খালেদ রাসেদুল হাসান খানসহ বিভিন্ন দফতরের কর্মচারী কর্মর্তারা উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

নীলফামারী : জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষি শুমারি শুরু হয়েছে নীলফামারীতে। এ সময় আতাউর রহমান, সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর