সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদগাহ পরিচ্ছন্ন করলেন রাবি শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

ঈদগাহ পরিচ্ছন্ন করলেন রাবি শিক্ষার্থীরা

ঈদগাহ পরিচ্ছন্ন করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঈদ আনন্দে দিনাজপুর শহরের ঐতিহাসিক বড় মাঠে সময় কাটাতে এসে অনেকেই যত্রতত্র আবর্জনা ফেলে সৌন্দর্য্যহানি করছে। এই ময়লা আবর্জনা দেখে স্বপ্রণোদিত হয়ে ছুটিতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন ছাত্র মাঠ পরিষ্কার করেছেন। রাবির দিনাজপুর সদর থানা সমিতির সাত ছাত্র শনিবার পুলিশ ক্যাফেটেরিয়ার সামনের মাঠের অংশে এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে নামেন। তাদের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। কয়েক শিক্ষার্থী জানান, উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানের স্বীকৃতি পাওয়ায় এই মাঠের গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। গোর এ শহীদ ময়দান বা বড় মাঠ-এর সঙ্গে দিনাজপুরবাসীর আত্মিক সম্পর্ক রয়েছে যুগ যুগ ধরে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎসবে মানুষের সমাগম বৃদ্ধির সঙ্গে সঙ্গে যত্রতত্র ময়লা ফেলার হারও বৃদ্ধি পাওয়ায় মাঠের চিরচেনা রূপ বদলে যাচ্ছে। তাই সবার মাঝে সচেতনতা বৃদ্ধির জন্যেই আমাদের এ কাজ।

সর্বশেষ খবর