শিরোনাম
সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর লুট

নেত্রকোনা ফরিদপুরে আহত ৪৩

প্রতিদিন ডেস্ক

মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর লুটপাট হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন। এছাড়া নেত্রকোনা ও ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক ঘটনায় সংঘর্ষে ৪৩ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-

মাগুরা : মহম্মদপুর উপজেলার খর্দফুলবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ২৫টি দোকান-বসতঘর ভাঙচুর এবং লুটপাট হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় পলাশবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শিমুল হোসেন ও একিন বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। শনিবার সন্ধ্যায় একটি চায়ের দোকানে শিমুল সমর্থক শওকত এবং একিন সমর্থক ফুলমিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা জানাজানি হলে রবিবার ভোরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনা : কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। উপজেলার ধনুন্দ গ্রামে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে মারফত আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ধনুন্দ গ্রামের অলফত আলীর সঙ্গে একই গ্রামের খলিল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছে। ঈদ উপলক্ষে আত্মীয় স্বজন এলাকায় এলে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মারফত আলী নামে একজন আটক হয়েছেন। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী, কালিয়ান্ডো ও নয়নিপাড়ায় পৃথক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে পরমেশ্বর্দীতে চার পুলিশ সদস্যসহ ১৪ জন, কালিয়ান্ডো গ্রামে নারীসহ ১০ জন এবং নয়নিপাড়ায় আহত হয়েছেন ছয়জন। বোয়ালমারী থানার ওসি জানান, পরমেশ্বরদীর সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর