সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

ছয় বিকাশ প্রতারক আটক

ফরিদপুর প্রতিনিধি

ছয় বিকাশ প্রতারক আটক

র‌্যাবের অভিযানে আটক ছয় বিকাশ প্রতারক -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে বিকাশ প্রতারণা চক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল সিম, মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে বিশাল একটি চক্র প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগের ভিক্তিতে বেশ কয়েকটি স্থানে র‌্যাব সদস্যরা হানা দিয়ে প্রতারক চক্রের বেশ কিছু সদস্যকে আটক করে। এরই অংশ হিসাবে রবিবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে র‌্যার সদস্যরা মালিগ্রাম বাজারে অভিযান চালায়। এ সময় হাতেনাতে প্রতারক চক্রের হোতাসহ ছয়জনকে আটক করে। আটকরা হলেন- জয়নাল মিয়া, আলমগীর মোল্যা, নাঈম শেখ, তামজিদ মোল্যা, পারভেজ আকন্দ ও সুজন খান। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা বিকাশ প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়। র‌্যাব ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক জানান, বিকাশ প্রতারণাসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার শক্তিশালী একাধিক চক্র ভাঙ্গায় রয়েছে। এ চক্রটির সদস্যরা বেশির ভাগই যুবক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর