মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

পাঁচ পুলিশ সদস্য ক্লোজড

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ছাত্রলীগ ও মোটরশ্রমিক লীগের দুই নেতা লাঞ্ছিতের ঘটনায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়েছে। পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে আহত হয়েছেন ১০ পথচারী ও শ্রমিক। এ ঘটনায় দাঙ্গা পুলিশের পাঁচ সদস্যকে ক্লোজ করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার ওসি দাঙ্গা পুলিশের পাঁচ সদস্যকে ক্লোজ করার বিষয়টি শিকার করে জানান বাকিদের বিরুদ্ধে তদন্ত করে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আহতদের ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকরা জানান, রবিবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী থানা পুলিশ জয়মনির হাট থেকে আসামি নিয়ে এএসআই আমিনুল ইসলাম থানায় আসছিলেন। পথে বাসস্ট্যান্ডের ঝর্ণা মার্কেটের সামনে জ্যামে পড়ে তার গাড়ি। পুলিশ সাইড চাইলে জ্যামে আটকা পড়ারা অপারগতা প্রকাশ করলে এসআই গাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা সদর ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি আবিদ আহম্মেদকে কিল ঘুষি মারে। মোটর শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান মিজান এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জনতা ও শ্রমিকদের সংঘর্ষ বাধে। পুলিশ সদস্যের আক্রান্ত হওয়ার খবর পেয়ে ১৫-১৬ জনের একটি টিম থানাগেট থেকে এলোপাতাড়ি লাঠিচার্জ ও রাউন্ড রাবার বুলেট ছুড়তে ছুড়তে ঘটনাস্থলে পৌছে। পথচারী, বাসযাত্রী ও শ্রমিক লাঠিচার্জের শিকার হন।

সর্বশেষ খবর