মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

অগ্নিকান্ডে ২৬ বাড়ি, ৫ গবাদিপশু পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি

অগ্নিকান্ডে ২৬ বাড়ি, ৫ গবাদিপশু পুড়ে ছাই

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন

দিনাজপুরের খানসামায় পৃথক অগ্নিকান্ডে ২৬ বাড়ি ও পাঁচটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে উপজেলার আলোকঝাড়ি ইউপির ফরিদাবাদ, ভাবকী ইউপির মারগাঁও এবং খামারপাড়া ইউপির দক্ষিণ বালাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান জানান, রবিবার রাত দেড়টার দিকে ফরিদাবাদ এলাকায় আগুন লাগে। এতে পুড়ে যায় ২০টি বসতঘর। ভাবকি ইউপি চেয়ারম্যান জানান, মারগাঁও গ্রামের অগ্নিকান্ডে পাঁচটি ঘর সম্পূণ পুড়ে ছাই হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি। খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক জানান, তার ইউনিয়নের দক্ষিণ বালাপাড়ায় একটি বাড়িসহ পাঁচটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

খানসামার ইউএনও আহমেদ মাহবুব-উল- ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা, চাল-ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর