মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

সড়কে ঝরল ১০ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ১০ প্রাণ

সড়ক দুর্ঘটনায় বগুড়ায় দুই ভাই এবং লক্ষ্মীপুরে মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও ছয়জনের। বগুড়া : নন্দীগ্রামে শ্যালো মেশিন চালিতভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। রবিবার রাত ১১টায় উপজেলার পন্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাছোগাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-  উপজেলার তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)। এদিকে শেরপুরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতরা হলেনÑ বগুড়ার শাজাহানপুর থানার চরভেলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফরিদ উদ্দিন (৩৫) ও লালমনিরহাট সদরের কাজীর চওড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী দুলালী বেগম (৩০)। লক্ষ্মীপুর  : রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী সুমন হোসেন (৩৮) ও তার ভাগ্নে তামিম। সুমন উপজেলার আইয়েনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তামিমের বাড়ি চাটখিল উপজেলার শাহাপুরে। জয়পুরহাট : কালাই উপজেলার বালাইট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র মাসুদ রানা গতকাল সকালে দোকান থেকে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে। এদিকে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে মাশরুফা (৪) নামে এক শিশুর। নাটোর : জেলার আহাম্মদপুর এলাকায় গতকাল পিকাআপ চাপায় দেওয়ান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আওড়াইল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। নীলফামারী : নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে রবিবার রাতে ১২ টার দিকে বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে মোহন (১৪) নামে এক রিকশাআরোহী নিহত হয়েছেন। মোহন উত্তরা আবাসনের নান্নু মিয়ার ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর