মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

বাঁচানো গেল না রাজনকে

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাঁচানো গেল না রাজনকে

আব্দুর রহিম রাজন

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ আব্দুর রহিম রাজন (২৮) মারা গেছেন। ঘটনার ২২ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজন কটিয়াদী উপজেলার দক্ষিণ জালালপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৯ মে রাতে কটিয়াদী বাজার দরগা জামে মসজিদে তারাবীর নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা পিছন থেকে রাজনের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাজন দৌড়ে পাশের ড্রেনে পড়ে গড়াগড়ি দিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও তার শরীরের অনেকটাই পুড়ে যায়। এ ঘটনায় রাজনের মামা কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন। পুলিশ মাহমুদুল হাসান ওরফে সুমন ও সোহেল মিয়া নামে দুজনকে গ্রেফতার করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর