শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

অবাধে বালু উত্তোলন হুমকিতে পরিবেশ

শেরপুর প্রতিনিধি

অবাধে বালু উত্তোলন হুমকিতে পরিবেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি নদী তাওয়াকোচা সুমেশ্বরী থেকে অবাধে চলছে বালু উত্তোলন। অপর নদী মহারশি থেকে অন্তত ৮টি পয়েন্টে শক্তিশালী শ্যালো মেশিন বসিয়ে দিনরাত তোলা হচ্ছে বালু। এছাড়াও উপজেলার পাহাড়ি বিভিন্ন ছড়া, খাল ও নদীতে চলছে বালু উত্তোলনের প্রতিযোগিতা। মাঝে মধ্যে মোবাইল কোর্ট বসিয়ে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ ও জরিমানা করা হলেও বালু উত্তোলন থামছে না। স্থানীয় পরিবেশ সচেতন মহল অভিযোগ তুলেছেন, মহারশি ও সুমেশ্বরী নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী এলাকার বসতি, পাহাড়ের গাছ ও আবাদি জমি ভাঙনের কবলে পড়েছে। নদীও তার গতি পরিবর্তন করে জনবসতির ক্ষতি করছে। পরিবেশের ওপর প্রভাব ও পাকা-কাচা গ্রামীণ সড়ক হুমকির মুখে পড়েছে। এছাড়া উপজেলার দুইটি নদীর সেতুসহ বেশ কিছু ব্রিজ-কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, চেম্বার জজের আদেশ পাইনি। পেলে ব্যবস্থা নেব। সিভিল কোর্টের আইনজীবী বারের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুল আলম  রাকিব  জানান, মহামান্য হাইকোর্ট ডিভিশনে আসাদুজ্জামানের করা রিট পিটিশনের প্রেক্ষিতে চলতি বছরের ১০ মে স্থিতি অবস্থার আদেশটি ভূমি সচিব কর্তৃক আনিত ১৩৫৬/১৯ নং লিভ টু আপিলের মাধ্যমে স্থগিত হওয়ায় ইজারাদারের বালু উত্তোলন আদালত অবমাননার শামিল। এডিসি (রাজস্ব) এবিএম এহসানুল মামুন জানান, আদালতের দুটি আদেশের ব্যাপারে বিজ্ঞ জিপি’র মতামত চাওয়া হবে। মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর