সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

ফিরল ভারতে পাচার হওয়া ছয় নারী

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভারতে পাচার হওয়া ছয় নারী-কিশোরী দেশে ফিরেছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে গতকাল তাদের ফেরত দেওয়া হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তা কে উমেশ, বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক, তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, পাচারকারীরা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে তাদের ভারতে নিয়ে যান। পরে পাচার হওয়া নারী ও কিশোরীদের ভারতের চেন্নাইয়ে বিক্রি করে দেয়। এরা এক বছর থেকে ৭ বছর ধরে ভারতের চেন্নাইয়ে অবস্থান করছিল। ভারতীয় পুলিশ তাদের ধরে আদালতের মাধ্যমে চেন্নাইয়ের একটি আশ্রয় কেন্দ্রে রাখেন।

সর্বশেষ খবর