বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

বিজয়নগরে ইভিএম মেশিন লুট, হামলা আগুন

উপজেলা নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগরে ইভিএম মেশিন লুট, হামলা আগুন

সিরাজগঞ্জের কামারখন্দে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ - বাংলাদেশ প্রতিদিন

বিজয়নগর উপজেলা নির্বাচনে ৬৩ কেন্দ্রের সবকটিতেই ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়েছে। ভোট চলাকালে একটি কেন্দ্রের ইভিএম মেশিন লুট করে দুর্বৃত্তরা। এ ছাড়া লক্ষ্মীমুড়া এলাকায় কেন্দ্রের বাইরে নৌকা ও ঘোড়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জের ধরে স্বতন্ত্র প্রার্থী নাছিমা মুকাই আলীর জেলা শহরের বাড়িতে হামলা করা হয়। বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। জানা যায়, উপজেলার সাতগাঁও  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টার দিকে নৌকার প্রার্থী তানভীর ভূঁইয়ার এজেন্টদের বিরুদ্ধে ইভিএমের যন্ত্রাংশ লুট করে নেওয়ার অভিযোগ ওঠে। এ সময় ওই কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা ভোট বন্ধ ছিল। প্রিসাইডিং কর্মকর্তা নূর মাহমুদ জানান, দুপুরে হঠাৎ কয়েকজন বুথে আক্রমণ করে। তারা ইভিএমের সঙ্গে সংযুক্ত একটি মনিটর ভাঙচুর করে চারটি মনিটর লুটে নেয়। এদিকে বড়পুকুরপাড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঘোড়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ সদস্যসহ ৭-৮ জন আহত হন। দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা করে। হামলাকারীরা বাড়ির নিচে রাখা দুটি জিপ, একটি প্রাইভেটকার, মোটরসাইকেল ভাঙচুর ও পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থীর লোকজনকে দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী নাছিমা। সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ১০ : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কামারখন্দ উপজেলা নির্বাচনকে করে চৌবাড়ী ভোটকেন্দ্রে আওয়ামী লীগের ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের সমর্থকসহ ১০ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর