বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

তিস্তায় পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তায় পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

লালমনিরহাটে তিস্তা ব্যারেজ এলাকায় পানিবন্দী বসতবাড়ি

উজান থেকে আসা ঢলে লালমনিরহাটে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল বিকালে হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জানা যায়, তিস্তা ব্যারাজের উজানে পানির বিপদসীমা নির্ধারণ করা আছে ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। মঙ্গলবার বিকাল ৩টায় ব্যারাজ এলাকায় পানি ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। তিস্তা পাড়ের লোকজন জানান, হঠাৎ ঢলে নদীর দুপাড়ে বসবাসরত মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, প্রায় পানিশূন্য তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় দহগ্রাম ইউনিয়নের বেশকিছু এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে দেড় থেকে দুইশ পরিবার।

সর্বশেষ খবর