শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

মেঘনায় জাল দলিলে ভূমি দখল!

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার হিজলতলী গ্রামে জাল দলিলের মাধ্যমে ভূমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল মেঘনা উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি গিয়াসউদ্দিন। অভিযোগে তিনি বলেন, মেঘনা উপজেলার ১৪৯ নং আলীপুর মৌজার ১০৯৪/১০৯৫/১১০১ ও ১১০২ দাগে ২১১ শতক পৈতৃক সম্পত্তির মালিক একই পরিবারের ছখিনা বেগম, আমেনা বেগমসহ আমরা ৮ জন। এই জমির মধ্যে একটি পুকুর ও বাড়ি রয়েছে। পুকুরটি মেঘনা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ২০১৮ সালের জুন মাস থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত লীজ গ্রহণ করে মৎস্য চাষ করে আসছেন। বাদীর অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় আলীপুর ও করিমাবাদ গ্রামের মুকবিল, হেলাল, আবির, শফিক, ইসলাম, দ্বীন ইসলাম, আলী মিস্ত্রি, মাইনুদ্দিন, ইমাম, তোফাজ্জল প্রমুখ ভুয়া মালিক সাজিয়ে বেআইনিভাবে দখল করেছে। উপজেলা চেয়ারম্যান রতন শিকদার বলেছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর