রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর করমদী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ও পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় এবং শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল স্কুলের গেটে তালা ঝুলিয়ে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের সন্তানদের নামিদামি স্কুলে পড়াবে আর আমরা গরিব মানুষের সন্তানের ওপর ভর্তি ও পরীক্ষার ফি’র নামে জুলুম করা হচ্ছে। ৫০০ টাকার পরিবর্তে সেশন চার্জ ৬০০ ধার্য করা হয়েছে। অতিরিক্ত ক্লাসের নামে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। ভর্তি ও পরীক্ষার ফি’র হার লাগামছাড়া। এসবের প্রতিবাদ করলে প্রধান শিক্ষক আলম হোসেন শিক্ষার্থীদের হত্যা ও গুমের হুমকি দেন। শিক্ষার্থীদের দাবি, সেশন চার্জ কমাতে হবে, অতিরিক্ত ফি ও ভর্তি ফি নেওয়া বন্ধ করতে হবে। অতিরিক্ত ক্লাসের নামে বাণিজ্য করা যাবে না।

সর্বশেষ খবর