সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বিদ্যুৎ সংযোগের নামে লাখ লাখ টাকা লোপাট

কর্তৃপক্ষ বলছেন, বিনা খরচে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুতের কেউ এর সঙ্গে জড়িত নয়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠেছে। ছয় বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ না পাওয়ায় টাকা ফিরত চাইছে তিন শতাধিক পরিবার। তারা থানায় অভিযোগও দিয়েছে। কিন্তু অভিযোগ দেওয়ার পর উল্টো হুমকির মুখে রয়েছে ভুক্তভোগীরা। দুর্গাপুরের চন্ডিগড় বানিয়াপাড়া, মধুয়াকোনা, সাতাশি, পাথারিযাসহ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ দালালের খপ্পরে পড়েছে। দালালরা গ্রামে বিদ্যুৎ আনবে এমন স্বপ্ন দেখিয়ে জনপ্রতি ৫৫০ বা তার অধিক টাকা হাতিয়ে নিয়েছে। ছয় বছর ধরে এ সব এলাকায় চলছে দালালের এমন দৌরাত্ম্য। তাদের হাত থেকে বাদ যায়নি মসজিদ-মাদ্রাসাও। অনেকে ধারদেনা ও গরু, ছাগল বিক্রি করে টাকা দিয়েছে। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তদন্ত করছে। সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় চ-িগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল জানান, পল্লী বিদ্যুতে টাকা ছাড়া এক চুল কাজও হয় না। এদের যোগসাজশে কিছু দালাল আছে যারা আমার নিজ গ্রামসহ বিভিন্ন গ্রামের মানুষের হাত থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তিনি বলেন সরকারের বিনামূল্যে এই সেবাটা ভেস্তে গেছে অসাধু কর্মকতাদের জন্য। তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। দালাল চক্রের কয়েক সদস্যের বাড়িতে গিয়ে কাউকে না পেলেও তাদের পরিবারের নারী সদস্যরা জানান, টাকা দিয়ে কাজ না করলে খুঁটিগুলো আসছে কোথা থেকে। সরকার কি মাগনা দিয়েছে।

দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এমএম আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা প্রতিটি গ্রামে বিনা খরচে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। পল্লী বিদ্যুতের কেউ এর সঙ্গে জড়িত নয়।’

সর্বশেষ খবর