সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

দিনাজপুরে দুই ভাইয়ের ফাঁসি, যাবজ্জীবন ১৭

কুষ্টিয়ায় দুই তরুণের ১০ বছর করে কারাদন্ড

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে দুই ভাইয়ের ফাঁসি, যাবজ্জীবন ১৭

দিনাজপুরের বিরলে জমি সংক্রান্ত বিরোধে আব্দুল বারী নামে একজনকে হত্যা মামলায় সহোদর জাহাঙ্গীর আলম এবং শরিফুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়াও ওই মামলায় অভিযুক্ত  আরও ১৭ জনকে যাবজ্জীবন কারাদন্ডের রায়ও প্রদান করা হয়েছে।  এছাড়াও প্রত্যেক আসামীকে সাজার পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দিনাজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন, দিনাজপুরের বিরল উপজেলা রতনৌর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এবং শরিফুল ইসলাম। এ মামলায় তাদের আরও দুই ভাই আব্দুর রাজ্জাক, মোহবুর রহমান এবং ৫ নারীসহ মোট ১৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। এদিকে কুষ্টিয়ায় শিশু হত্যা মামলায় দুই তরুণের ১০ বছর করে কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামিদ্বয় হলেন- কুমারখালী উপজেলার দুর্গাপুর কাজীপাড়া গ্রামের আলম কাজী (২০) ও আগ্রাকুন্ডা গ্রামের রমজান আলীর ছেলে ছালাম (২১)।

সর্বশেষ খবর