মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রতিদিন ডেস্ক

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার চন্দ্রগঞ্জে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভা চলছিল। এ সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের আহবায়ক কাজী বাবলু সমর্থিত গ্রুপের সঙ্গে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বাগ্বিত-া হয়। একপর্যায়ে উভয়পক্ষ চেয়ার ছোড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। লালমনিরহাটের আহত ১৫ : জেলার হাতীবান্ধায় জমি ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে জমি নিয়ে তার ভাতিজা আবুল হোসেনের দ্বন্দ্ব চলছে। সোমবার সকালে হাইয়ের দখলে থাকা জমি দখলে নিতে যায় আবুল হোসেন ও তার লোকজন। এ সময় চাচা তিনি বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে।

এদিকে ফরিদপুরের সালথায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর