শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা
ঢাকা-সিলেট মহাসড়ক

সেতু খুলল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাক-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ক্ষতিগ্রস্ত সেতু খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক হচ্ছে সিলেটের সঙ্গে যান চলাচল। গতকাল সকাল থেকে সব ধরনের যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।

এ কর্মকর্তা জানান, শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সকাল ৮টা থেকে পুরোদমে যান চলাচল করছে। সেতু খুলে দেওয়ার পর শত শত যান বিশেষ করে ট্রাক সেতু পার হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এদিকে সেতুটি খুলে দেওয়ায় সাধারণ মানুষ, বাস-ট্রাকের চালক এমনকি হাইওয়ে পুলিশের মধ্যেও স্বস্থি ফিরেছে। জানা যায়, গত ১৮ জুন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপর সওজ কর্তৃপক্ষ সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিকল্প পথ হিসেবে চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে কুমিল্লা-সিলেট এবং চট্টগ্রামের এবং সরাইল-নাসিরনগর হয়ে লাখাই এবং রতনপুর দিয়ে ঢাকা-সিলেট গন্তব্যের যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর