বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকের সুবিধাবঞ্চিত হাওরের কৃষক!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনালী ব্যাংক শাখা থেকে হাওর এলাকার কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও খামারিরা লোন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড।

জানা যায়, প্রতিটি গ্রামের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের রয়েছে মহতি উদ্যোগ। গ্রামীণ উন্নয়নের অন্যতম খাত কৃষি। কৃষি উন্নয়নের মধ্যে রয়েছে হাঁস-মুরগি, গরু-ছাগল ও মহিষ পালন এবং মাছ উৎপাদন। এই শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রান্তিক কৃষক, শিক্ষিত-অর্ধ শিক্ষিত বেকার যুবকদের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে জামানতবিহীন, স্বল্প সুদে ঋণ দেওয়ার নির্দেশ রয়েছে। কিন্তু রাজনগরে ক্ষুদ্র উদ্যোক্তা এমনকি খামার মালিকরা সোনালী ব্যাংকে ঋণের জন্য গেলে ঋণ না দিয়ে উল্টো নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ধনী ও দাদন ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন এমনও অভিযোগ আছে।

এ বিষয়ে রাজনগর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, ঋণের বিষয়ে লোন অফিসার জানেন। লোন অফিসার পলাশ দেবের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যান।

সর্বশেষ খবর