বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

খাম্বায় তিন বছর পার

♦ শুরু হয়নি বাকি কাজ ♦ দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

নওগাঁ প্রতিনিধি

খাম্বায় তিন বছর পার

নওগাঁয় রানীনগরে সর্বরামপুর-ভবানীপুরে নির্মাণাধীন ব্রিজের খাম্বা

নওগাঁর রাণীনগর উপজেলার সর্বরামপুর-ভবানীপুর চৌতাপাড়ায় তিন বছরেও শেষ হয়নি ফুট ব্রিজ নির্মাণ কাজ। খালের দুই পাড়ে খাম্বা স্থপানের পর বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এরপর থেকে দাঁড়িয়ে আছে খাম্বাগুলো। ফলে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাণীনগরের কাশিমপুর-গোনা ইউনিয়নের সীমান্ত ঘেষে বয়ে গেছে রতনডারি খাল। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে রতনডারি খালের উপর ফুট ব্রিজ নির্মাণের জন্য ২০১৬ সালের মার্চ মাসে দরপত্র আহবান করা হয়। কাজ পান গোলাম কিবরিয়া নামের এক ঠিকাদার। এরপর শুষ্ক মৌসুমে খালের দুই পাড়ে খাম্বা নির্মাণ কাজ শুরু হয়। রহস্যজনক কারণে শুধু খালের মধ্যে খাম্বা তৈরির পরই বন্ধ হয়ে যায় কাজ। স্থানীয় কৃষক আসলাম, ছোলায়মান জানান, তিন বছর ধরে শুধু খাম্বাই দেখছি। নির্মাণ কাজের কোনো নমুনা দেখছিনা। স্থানীয় কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান জানান, নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য বার বার সংশ্লিষ্টদের কাছে ধর্না দিয়েছি। আজও ব্রিজের বাঁকি কাজ শুরু হয়নি। ফলে আংশিক যে অবকাঠামোও তৈরি হয়েছে তাও নষ্ট হতে চলছে। উপজেলা প্রকৌশলী শাইদুর ইসলাম বলেন, ‘ওই সময় যে পরিমাণ ব্যয় ধরে কাজ শুরু করা হয়েছিল তা পাইলিং ও টাওয়ার নির্মাণ করতেই শেষ হয়ে গেছে। ব্রিজ নির্মাণ শেষ করতে এখনও প্রায় ২৫ লাখ টাকা লাগবে। আগামী অর্থ বছরে টাকা বরাদ্দ পেলে কাজটি শেষ করা যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর